Wellcome to National Portal

হর্টিকালচার সেন্টার, বদলগাছী, নওগাঁয় সরকার নির্ধারিত সুলভ মূল্যে উদ্যান ফসল যেমন- ফুল, ফল, সবজি, ঔষধি, মসলা ও কোন্দাল ইত্যাদি ফসলের চারা বিক্রয় করা হয়।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

চলমান কার্যক্রম

ক) বিভিন্ন উদ্যান ফসলের চারা/কলম উৎপাদন ও বিতরণ।

খ) কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান।

গ) বিভিন্ন উদ্যান ফসলের বানিজ্যিক বাগান স্থাপনে কৃষকদের কারিগরি সহায়তা প্রদান ।
 
ঘ) হর্টিকালচার সেন্টারের সৌন্দর্য বর্ধনমূলক কার্যক্রম।

ঙ) বছরব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম-

     ১. কৃষক/কৃষাণী ও নার্সারীম্যানদের প্রশিক্ষণ
     ২. মিশ্র, বানিজ্যিক, ড্রাগন, বসতবাড়ীতে ফলবাগান ও বসতবাড়ীতে নারিকেল প্রদর্শনী স্থাপন ।
     ৩. ভিয়েতনামী খাটো জাতের ওপি নারিকেল চারা সমপ্রসারণ।
     ৪. সেন্টারের উন্নয়নমূলক কার্যক্রম (ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর নির্মান, সেন্টারের অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, সাবমার্সিবল পাম্প স্থাপন)।